1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন

অতিরিক্ত বৃষ্টির কারনে কাচা সবজিও মুরগির দাম বেশী মধ্যবিত্ত পরিবারের ভোগান্তি

গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

গাজীপুর কালিয়াকৈর উপজেলা চন্দ্রা বাজারে ও কালিয়াকৈরে কাচা সবজির দাম বেশী থাকায় সাধারন মানুষের নানা ভোগান্তি কারন কয়েক দিন টানা বৃষ্টিতে সরবরাহ কম থাকায় সবজি ও মুরগির দাম বেড়েছে। দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টির প্রভাবে বাজারে শাক-সবজি ও মুরগির সরবরাহ কমে যাওয়ায় এসব পণ্যের দাম বেড়েছে। সবজি প্রতি কেজিতে ১০-১৫ টাকা করে বৃদ্ধি পেয়েছে।

আজ রবিবার (১৩ জুলাই) কালিয়াকৈর বাজার ও চন্দ্রা কাঁচাবাজারে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

সরবরাহ কম থাকায় মুরগির দাম বেড়েছে
বিক্রেতারা মোঃ সিয়াম বলছেন, কয়েকদিন ধরে বৃষ্টি থাকায় সরবরাহ কমেছে। এতে করে সবজির দাম বেড়েছে। মুরগির দামেও একই অবস্থা। আগের তুলনায় ক্রেতাও কমেছে বলে জানান তারা।

সরেজমিনে দেখা গেছে, ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ টাকা এবং সোনালি জাতের মুরগির প্রতি কেজি ৩০০ টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া লাল ডিম ডজন ১২৫, সাদা ডিম ১১৫ টাকা করে বিক্রি হচ্ছে।

দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টির প্রভাবে বাজারে শাক-সবজির দাম বেড়েছে
সবজি বাজারে গিয়ে দেখা যায়, টমেটো প্রতি কেজি ১২০, বেগুন প্রকারভেদে ৮০ থেকে ১৪০ টাকা, বরবটি প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা, পেঁপের কেজি ৩০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৪০ থেকে ৬০ টাকা, ঝিঙের কেজি ৪০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, করলা ৬০ টাকা, কাঁচামরিচের কেজি ৩২০ টাকা, কুমড়া ৪০, পটল ৫০, কচুর মুখি প্রতি কেজি ৬০ করে বিক্রি হতে দেখা গেছে।

এদিকে সবজি ও মুরগির দাম বাড়াতে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। তারা বলেন, কিছুদিন দাম কম থাকলে আবার কেন জানি দাম বেড়ে যায়। দাম বাড়লে তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবার চলতে কষ্ট হয়।

লাল ডিম ডজন ১২৫, সাদা ডিম ১১৫ টাকা করে বিক্রি হচ্ছে
তারা আরও বলেন, আগে যেসব সবজি ১০ থেকে ২০ টাকা কমে কিনেছি, এখন সেগুলোর দাম বেড়েছে। ব্রয়লার মুরগি আগে ছিল ১৫০-১৬০, এখন আবার ১৭০ টাকা হয়ে গেছে। এভাবে চলতে থাকলে আমরা কিভাবে চলবো আমরা মধ্যবিত্ত পরিবার কিভাবে পরিবার চালাবো

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট