বিশ্বজুড়ে এক হাজারেরও বেশি ইহুদি রাব্বি বা ধর্মগুরু ইসরাইলের বিরুদ্ধে গাজায় অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ এনেছেন এবং অবরুদ্ধ এলাকায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) প্রধান ফিলিপ লাজারিনি জানিয়েছেন, ইসরাইলি অবরোধের কারণে সৃষ্ট এই মানবসৃষ্ট দুর্ভিক্ষে প্রায় ৯০ হাজার নারী ও শিশু অপুষ্টিতে ভুগছেন।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং ইসরাইল এই ধর্মগুরুরা একটি খোলা চিঠিতে বলেছেন, ইহুদি জাতি এখন এক গুরুতর নৈতিক সংকটে পড়েছে।
চিঠিতে আরও বলা হয়, গাজায় মানবিক সহায়তা প্রবাহে কঠোর বিধিনিষেধ আরোপ এবং এক বিপন্ন বেসামরিক জনগণের কাছ থেকে খাদ্য, পানি ও চিকিৎসাসামগ্রী প্রত্যাহার করা—এই নীতি ইহুদিবাদের মৌলিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক।
রাব্বিরা ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা নিরাপত্তাব্যবস্থা বজায় রেখে ‘ব্যাপক মানবিক সহায়তা’ প্রবেশ করতে দেয় এবং ‘যত দ্রুত সম্ভব সকল বন্দিকে ফিরিয়ে আনা ও লড়াই শেষ করার জন্য সক্রিয়ভাবে কাজ করে।
চিঠিটি শুক্রবার প্রকাশিত হয় এবং সোমবারের শুরুতেই এতে স্বাক্ষরকারীর সংখ্যা হাজার ছাড়িয়ে যায়।
যুক্তরাজ্যভিত্তিক রাব্বি জোনাথন উইটেনবার্গ জিউশক্রনিকলকে বলেন, তিনি ‘ইহুদিবাদের নৈতিক মর্যাদা’ রক্ষায় বিশ্বব্যাপী কাজ করছেন।
সূত্র: আরটি
Leave a Reply