শরীয়তপুরের চন্দ্রপুর বাজারে অন্যের জমিতে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা ওমর ফারুক মোল্লা ও দবির হোসেন তালুকদারের বিরুদ্ধে। আওয়ামী লীগের ওই দুই নেতার নেতৃত্বে চন্দ্রপুর মাছ বাজারের পাশে ৬ কক্ষের দোকানঘর তুলে তা বরাদ্দ দিয়ে ৯ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
এ বিষয়ে ব্যবস্থা নিতে জমির মালিক পক্ষের আব্দুর গফুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সদর ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর অভিযোগ দিয়েছেন।
আব্দুর গফুর রহমান বলেন, আমাদের রেকর্ডীয় সম্পত্তি জোরপূর্বক দখল করে আওয়ামী লীগ নেতারা দোকান ঘর তুলেছে। ওই দোকান বরাদ্দ দিয়ে ইতোমধ্যে ৯ লাখ টাকা হাতিয়ে নিয়েছে তারা।
জানা গেছে, স্থানীয় আব্দুল গফুর মাদবর গংদের নামে ২৫ শতাংশ রেকর্ডিও জমিতে আওয়ামী লীগ সরকারের কতিপয় নেতা দলীয় ক্লাব নির্মাণের কথা বলে একটি অংশ দখল নেয়। পরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাফিজ এলাহীর নাম ব্যবহার করে দোকানঘর নির্মাণ করছে অভিযুক্তরা। এছাড়া দোকান বরাদ্দ দেওয়ার কথা বলে রাসেল মোড়ল, কামাল মোল্লা, আ. কুদ্দুস মিয়াসহ ৬ জনের কাছ থেকে ৯ লাখ টাকা হাতিয়ে নিয়েছে তারা।
অভিযুক্ত ওমর ফারুক মোল্লা দোকান বরাদ্দ দিয়ে টাকা নেওয়ার কথা অস্বীকার করে ফোন কেটে দিয়ে মোবাইল বন্ধ করে রাখেন।
Leave a Reply