1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন

অপহরণের ১০ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ১

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

নোয়াখালীর সদর উপজেলায় অপহরণের ১০ দিন অপহৃত স্কুলছাত্রীকে (১৫) উদ্ধার করেছে র‍্যাব-১১। সোমবার সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের মতিপুর গ্রামে অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। পাশাপাশি এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার হওয়া আবুল হোসেন হৃদয় (২৪) সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের মতিপুর গ্রামের আবুল কালামের ছেলে। মঙ্গলবার সকালে তাকে আদালতে তোলা হলে বিচারক হৃদয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

র‍্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই ছাত্রী স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণিতে পড়ে। আসামি হৃদয় স্থানীয় কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। হৃদয় ওই ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে পথরোধ করে প্রেম নিবেদন করাসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল।

 

গত ৭ ফেব্রুয়ারি বিকালে ভুক্তভোগী তার মাকে নিয়ে কোচিংয়ের উদ্দেশে বাড়ি থেকে বের হন। ওই সময় হৃদয় ও অপর আসামিরা একটি কালো রঙের মাইক্রোবাস থেকে নেমে ভুক্তভোগীর মাকে ধাক্কা মেরে রাস্তার পাশে ফেলে দেয়। পরে তারা ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে আদালতে মামলা করেন। আদালতের আদেশে গত ১৬ ফেব্রুয়ারি সুধারাম মডেল থানায় মামলাটি হয়।

 

র‍্যাব-১১, সিপিসি-৩ কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বলেন, মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় অপহৃতকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতার করা হয়। তারপর আসামিকে সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়। অপহরণের শিকার ওই ছাত্রী আদালতে ২২ ধারায় জবানবন্দি দেবেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট