নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা থেকে অস্ত্র ও গুলিসহ এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
গ্রেফতার আবুল হোসেন বাহার (৪৭) বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং ওই এলাকার আবদুল হামিদ চৌকিদার বাড়ির নুর মিয়ার ছেলে।
সোমবার ভোরে লে. আতিকুর রহমানের নেতৃত্বে যৌথবাহিনী গোপন সূত্রে সংবাদ পেয়ে বাহারের বাড়িতে অভিযান চালায়। এ সময় একটি পিস্তল, একটি এলজি ও একটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
অস্ত্রসহ বিএনপি নেতা বাহারের গ্রেফতারের বিষয়ে জানতে চেয়ে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটির আহবায়ক নুরুল আলম সিকদারকে বারবার ফোন করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী ফৌজুল আজিম বলেন, পুলিশ বাদী হয়ে বাহারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে।
Leave a Reply