পঞ্চগড়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। এ নিয়ে গত ৫ দিনে দলটি ও এর অঙ্গসংগঠনের ১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয় হতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার হয়েছেন- পঞ্চগড় পৌর যুবলীগের সদস্য ও পঞ্চগড় সদরের রামের ডাংগা গ্রামের মৃত আহাদ আলীর ছেলে রবি (৪০), বেংহারী ইউপির ৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি ইয়াছিন আলী (৪৩), দেবীগঞ্জের সুন্দরদিঘী ইউপি শাখার সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান (৩৯), মির্জাপুর ইউনিয়নের বার আউলিয়া ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি তসলিম উদ্দীন (৬০), আটোয়ারী থানার এফআইআরএ এবং তেঁতুলিয়া ইউপির আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আকবর আলী (৪৫)।
এর আগে ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রেপ্তারকৃতরা হলেন, নুর হোসেন (৩৮), জুয়েল (২৯), জসিম উদ্দিন (৪২), সেলিমুর রহমান ওরফে সেলিম (৩০), আজগর আলী দুলাল (২৮), দেবাশীষ বর্মন (৩০), তারেক হোসেন চানু, আব্দুল কাদের (৬০), রেজওয়ানুল খালেক সুইট (৩৯) ও রফিকুল ইসলাম (৫৫)।
পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সাংবাদিকদের বলেন, দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের ভিত্তিতে পঞ্চগড়ে অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় অভিযানে এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামীতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply