1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০২:০৭ অপরাহ্ন

অভিনেত্রী বান্ধবীকে পর্দা করার পরামর্শ সানার

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

ধর্মের দিকে ধাবিত হয়ে ‘গ্ল্যামার দুনিয়া’ থেকে বিদায় নিয়েছেন বলিউডের এক সময়কার জনপ্রিয় মুখ সানা খান। ‘বিল্লো রানি’র মতো আইটেম গানে অভিনয় করা সানা এখন আপাদমস্তক একজন ধার্মিক নারী। ধর্মীয় বিধি-নিষেধ, পর্দা, হিজাব নিয়ে এখন মাঝে মধ্যেই কথা বলতে শোনা যায় সানা খানকে।

সম্প্রতি অভিনেত্রী সম্ভাবনা শেঠের সঙ্গে একটি ভিডিওতে দেখা যায় সানা খানকে। সেখানেই তিনি সম্ভাবনাকে বোরকা পরার পরামর্শ দেন।

 

জানা যায়, একটি ভিডিও সামনে এসেছে সাজঘরের। সেখানে রূপটানে ব্যস্ত সম্ভাবনা। পরনে তার কুর্তি ও লেগিন্স। সানা পরছেন বোরকা। বান্ধবীর গায়ে ওড়না নেই দেখে সানা বলেন, ‘একটা ভালো সালোয়ার-কামিজ নেই, গায়ে ওড়না চাপা দাও। পারলে ওর জন্য বোরকা আনো।’

 

এসব শুনে সম্ভাবনা বলেন, ‘আমার ওজন প্রায় ১৫ কেজি বেড়েছে যার ফলে কিছুই গায়ে ধরছে না। আর ওজন কমানোর চেষ্টাও করছি না। মানুষ আমাদের কথা শুনতে চায়, কী পরে আছি সেটা গুরুত্বপূর্ণ নয়।’

দুই তারকার এই আলোচনার ভিডিও নেটদুনিয়াতেও ছড়িয়ে পড়েছে। যেখানে অনেকেই সানার সঙ্গে একমত হয়েছেন, আবার কেউ কেউ পোশাককে নিজের ব্যক্তিগত স্বাধীনতা বলে মন্তব্য করেছেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট