1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন

অভিনেত্রী হুমায়রার মরদেহ গ্রহণ করতে চায় না পরিবার

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমায়রা আসগর আলীর আকস্মিক মৃত্যুতে নতুন মোড় নিয়েছে। তার পরিবারের অস্বাভাবিক প্রত্যাখ্যানের ঘটনায় স্তম্ভিত পাকিস্তানের বিনোদন জগৎ। 

মঙ্গলবার (৮ জুলাই) করাচির অভিজাত ডিফেন্স হাউজিং অথরিটির ফেজ ৬-এর একটি অ্যাপার্টমেন্ট থেকে ৩২ বছর বয়সী এই অভিনেত্রীর পচাগলা মরদেহ উদ্ধার করা হয়।

বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, পুলিশ হুমায়রার ফোন রেকর্ড ট্র্যাক করে তার ভাইয়ের সন্ধান পায় এবং পরবর্তীতে তার বাবা, অবসরপ্রাপ্ত সেনা চিকিৎসক ডা. আসগর আলীর সঙ্গে যোগাযোগ করে।

ডা. আসগর আলী পুলিশকে বলেন, ‘আমরা অনেক আগেই ওর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি। ওর মরদেহ নিয়ে যা খুশি করুন। আমরা এটি গ্রহণ করব না।’ পরিবারের এমন অপ্রত্যাশিত প্রত্যাখ্যানের পর হুমায়রার দাফন ও জানাজা নিয়ে সৃষ্টি হয়েছে চরম অনিশ্চয়তা।

পরিবারের এমন প্রতিক্রিয়ার পর সিন্ধু সংস্কৃতি বিভাগ হুমায়রার দাফন ও জানাজার দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছে। এছাড়া, অভিনেত্রী ইয়াশমা গিল এবং সোনিয়া হুসাইনও এই কঠিন পরিস্থিতিতে হুমায়রার শেষকৃত্যে সহায়তা করার জন্য এগিয়ে এসেছেন এবং গভীর শোক ও সমর্থন জানিয়েছেন।

পুলিশ জানায়, গত কয়েক মাস ধরে হুমায়রা তার অ্যাপার্টমেন্টের ভাড়া পরিশোধ করেননি। ভাড়া বকেয়া থাকায় এবং তার সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হওয়ায় বাড়িওয়ালা উচ্ছেদের আবেদন করেন।

আদালতের নির্দেশে গত মঙ্গলবার বিকেল সোয়া ৩টার দিকে গিজরি পুলিশ হুমায়রার অ্যাপার্টমেন্টে যায়। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করার পর পুলিশ দেখতে পায় যে অ্যাপার্টমেন্টটি ভেতর থেকে তালাবদ্ধ ছিল এবং সেখানেই হুমায়রার মরদেহ পড়েছিল।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট