1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন

অমিতাভকে যে কথা চিৎকার করে বলেছিলেন রেখা

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

দিনটি আজও ভুলতে পারেননি বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী রেখা। যার আসল নাম ভানুরেখা গণেশন। বলিউডের একসময়ের নজরকাড়া সুন্দরীদের অন্যতম তিনি। সেই সময় অভিনয় করতে গিয়ে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনকে ভালোবেসে ফেলেছিলেন অভিনেত্রী, তাকেই চিৎকার করে বলেছিলেন— তোমায় ঘৃণা করি।

নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে অমিতাভ-রেখা মুখোমুখি। ভয়ঙ্কর পরিস্থিতির সাক্ষী ১৫ হাজার দর্শক। রেখা কথাটা বলার পর পিনপতন স্তব্ধতা। অনেকক্ষণ পর ভিড়ের মধ্যে থেকে একটাই শব্দ শোনা গিয়েছিল— ‘ওহ’। তত দিনে অমিতাভ-রেখার রোমান্স সবাই জানেন। জানেন অভিনেত্রী জয়া বচ্চনও! সংসারে তাই নিয়ে নিত্য অশান্তি চলে।

অভিনেত্রী যাকে প্রাণ দিয়ে ভালোবাসেন, কী করে তাকে মুখের উপরে হাজার হাজার মানুষের সামনে ‘ঘৃণা করি’ বলবেন? অথচ সে কথা তাকে বলতেই হবে। তাও আবার প্রকাশ্যে— ভিড়ের মাঝে। রেখা যন্ত্রণায় ছটফট করেছিলেন। বলতে গিয়ে কান্নায় গলা বুজে এসেছিল। তারপরও তাকে বলতে হয়েছিল।

শাহেনশাহর সংসার বাঁচাতেই কি রেখা এই পদক্ষেপ নিয়েছিলেন? বলিউড বলছে— নায়িকাকে অমিতাভের উদ্দেশে এ কথা বলতে বাধ্য করা হয়েছিল।

রেখা-অমিতাভ-জয়ার বাস্তব ত্রিকোণ প্রেমের গল্প, যা পর্দায় জীবন্ত করেছিলেন। সেখানেই রেখার সংলাপ, তিনি অমিতাভকে বলবেন— তাকে ঘৃণা করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কথা আবার মনে করেছেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, তিনি কিছুতেই এই সংলাপ বলবেন না। অথচ চিত্রনাট্যের খাতিরে বলতে তাকে হবেই। শেষে হাল ধরেছিলেন ‘বিগ বি’ স্বয়ং। তিনি হলিউড অভিনেতা জেমস ডিনের গল্প শুনিয়েছিলেন। জানিয়েছিলেন একটি দৃশ্যে তিনিও একই রকম দ্বিধাগ্রস্ত ছিলেন। মনের জোরে সেই দ্বিধা কাটিয়েছিলেন নিজেই। রেখাকেও সেটাই করার পরামর্শ দিয়েছিলেন অমিতাভ বচ্চন।

অমিতাভের সহায়তায় এক টেকে দৃশ্য নিখুঁত! শট শেষ করে আবেগে প্রিয় নায়ককে জড়িয়ে ধরেছিলেন রেখা। সেই দৃশ্য দেখতে দেখতে প্রত্যেকের চোখের কোণ বুঝি শিরশিরিয়ে উঠেছিল সেদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট