1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন

আখাউড়া থানা পুলিশের সাড়াশি অভিযানে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টের ৭ জন আসামি গ্রেপ্তার

এম বাদল খন্দকার( বিশেষ প্রতিনিধি)
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় থানা পুলিশের অভিযানকালে এসআই মোঃ মমিন হোসেন, এসআই আশিষ সূত্রধর, এএসআই মোঃ আলতাব হোসেন, এএসআই মোঃ আনোয়ারুল ইসলাম, এএসআই মোঃ ইকবাল হোসেন-০২ ও সঙ্গীয় ফোর্স সহ জিআর-৫২০/২০ এর ০৩ বছর সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামী ০১। রিপন মিয়া, পিতা-বাবুল মিয়া, সাং-চন্দনসার, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।

 

জিআর-০৭/২৩ এর ০২ বছর সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামী ০২। মোঃ রুবেল মিয়া, পিতা-মোঃ ছিদ্দিক মিয়া, সাং-রাধানগর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।

 

জিআর-৫২০/২০ এর ০৩ বছর সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামী ০৩। শাওন মিয়া, পিতা-সাহাব উদ্দিন, সাং-দেবগ্রাম, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।

 

জিআর সাজা-৫২০/২০ এর ০৩ বছর সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামী ০৪। কাউছার মিয়া, পিতা-মোজাল মিয়া, সাং-দেবগ্রাম, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।

 

জিআর-৮২/২২ এর ০৩ বছর সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামী ০৫। ফোরকান মিয়া, পিতা-জহির মিয়া, সাং-টানমান্দাইল, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।

 

জিআর-৪৫/২১ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ০৬। জালাল উদ্দিন সুমন, পিতা-আঃ আলীম, সাং-রাধানগর(কলেজপাড়া ফখরুল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।

 

সিআর-১৯৫/২৫ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ০৭। আঃ হাসিম, পিতা-মৃত কালু, সাং-ধর্মনগর, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এদেরকে অভিযান করিয়া গ্রেফতার করা হয়। সকল গ্রেফতারকৃত আসামী দেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট