1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন

আগরতলা রেলস্টেশনে গ্রেফতার ৬ বাংলাদেশি

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৪২ বার পড়া হয়েছে

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ৬ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। শনিবার (২৮ ডিসেম্বর) ত্রিপুরার নর্থইষ্ট হেরাল্ড নামে একটি ইংরেজি সংবাদ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

এর আগে, শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজ্যের আগরতলা রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে রেলওয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

প্রকাশিত খবরে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ত্রিপুরা রেলওয়ে পুলিশ আগরতলা রেলস্টেশনে পৃথক দুইটি অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে দেবানন্দ দাস (৫৫), শেফালী দাস (৪৯), যশমি বালা দাস (১৮), গোলাপী দাস (১৯), রুবেল দাস (২৬) ও রানী দাস (২২) নামে ছয়জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বাড়ি বাংলাদেশের কক্সবাজার জেলায়।

গণমাধ্যমকে বিশয়টি নিশ্চিত করেছেন আগরতলা রেলওয়ে থানার ওসি তাপস। তিনি জানান, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন।

তিনি আরও জানান, আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে কলকাতায় যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। শনিবার গ্রেফতারকৃত ৬ জনকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট