1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

আজই নেতৃত্ব ছাড়বেন শান্ত, ভাবনায়ও ছিল না বিসিবির

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

তিন ফরম্যাটে বাংলাদেশ দলের নেতৃত্বে ছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে গেল বছর ছাড়েন টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব। এরপর চলতি মাসে দায়িত্ব হারান ওয়ানডের। এবার টেস্ট ফরম্যাটের অধিনায়কত্ব থেকে নিজেই সরে দাঁড়ালেন। আজ শনিবার কলোম্বো টেস্ট শেষে নিজেই ঘোষণা দেন দায়িত্ব ছাড়ার। 

শান্তর এমন ঘোষণার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানান, ‘সেটা নিয়ে তার নিজস্ব কিছু চিন্তা-ভাবনা আছে (তিন ফরম্যাটে ৩ অধিনায়ক)। শুধু টেস্টে ক্যাপ্টেন্সি করার আগ্রহ ওর কম ছিল, সে কারণেই বোধহয় এমন সিদ্ধান্ত নিয়েছে। কিছুটা বলার চেষ্টা করেছে। আমাদের আলোচনা হয়েছিল। তবে এ মুহূর্তে সিদ্ধান্ত নেবে এটা আশা করিনি।’

 

শান্ত টেস্টে নেতৃত্ব চালিয়ে গেলে ভালো হতো বলে জানান ফাহিম, ‘সফল হওয়ার জন্য বলব না। ওর নেতৃত্বগুণ আমি কাছ থেকেও দেখেছি। ভালো ক্যাপ্টেন্সি করেছে। সে ভালো একজন নেতা। তবে তার সিদ্ধান্তকে সম্মান জানাই। আশা করব ব্যাটার হিসেবে ভালো খেলতে থাকবে। ক্যাপ্টেন না থাকলেও ওর যে নেতৃত্বগুণ তা দিয়ে দলের জন্য অবদান রাখবে। ওকে শুভকামনা জানাই।’

 

ফাহিম আশা করেননি আজই এমন ঘোষণা দেবেন শান্ত, ‘আলোচনা হয়েছিল। আমার ধারণা ছিল হলেও আরও পরে হবে। আজকেই হবে এটা আশা করিনি। অপশন নিয়ে চিন্তা করিনি। আমার ধারণা ছিল শান্তই কন্টিনিউ করবে। করলে খুব ভালো হতো। এখন আমাদের ভাবতে হবে নতুন করে। সেরকম কোনো চিন্তাভাবনা আসেনি এখনও।’

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট