1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন

আটক জিম্মিদের মুক্তি দিয়ে যা বলল হামাস

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

গাজায় যুদ্ধবিরতি শুরু হয়েছে রোববার থেকে। এর অংশ হিসেবে বেশ কিছু জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এরপর জানিয়েছে, আগামী শনিবার থেকে ধাপে ধাপে আরও ৯০ জনের বেশি জিম্মি মুক্তি দেবে তারা। যদিও শুরুতে হামাসের একজন জানিয়েছিলেন, রোববার থেকে শুরু হবে এই প্রক্রিয়া, তবে হামাস আনুষ্ঠানিকভাবে জানাল, তার এক দিন আগে থেকেই শুরু হবে বন্দি মুক্তির প্রক্রিয়া।

ইসরাইলের সঙ্গে এই মাসে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস মুক্তি দিচ্ছে বন্দিদের। এই প্রক্রিয়া গাজায় ১৫ মাস ধরে চলমান যুদ্ধের অবসান ঘটাতে পারে।

হামাস এক বিবৃতিতে জানিয়েছে, পরবর্তী ধাপে জিম্মিদের মুক্তি ইসরাইলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে হবে। এর আগে হামাসের বন্দি বিষয়ক মিডিয়া অফিসের প্রধান নাহেদ আল-ফাখৌরি জানিয়েছিলেন, জিম্মিদের মুক্তি রোববার হবে।

শনিবার হামাসের চারজন ইসরাইলি জিম্মি মুক্তি দেওয়ার কথা ছিল, যা যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সাত দিন পরের ঘটনা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন ইসরাইলি কর্মকর্তা রয়টার্সকে জানান, জিম্মি মুক্তির নির্ধারিত সময়সীমা শনিবারই ছিল।

এই মাসে ইসরাইল ও হামাস একটি তিন পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে, যা গাজায় চলমান যুদ্ধের ইতি টানতে পারে। যুদ্ধবিরতি রোববার কার্যকর হওয়ার পর হামাস তিনজন ইসরাইলি জিম্মি মুক্তি দিয়েছে। ইসরাইলও পাল্টা পদক্ষেপ হিসেবে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিয়েছে।

এই চুক্তিতে ছয় সপ্তাহব্যাপী একটি প্রাথমিক যুদ্ধবিরতির ধারা রয়েছে। এর মধ্যে ধাপে ধাপে ইসরাইলি সেনারা গাজা থেকে প্রত্যাহার করবে এবং হামাস জিম্মিদের মুক্তি দেবে, যার বিনিময়ে ইসরাইল ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট