1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন

আত্রাইয়ে কেন্দ্রীয় বিএনপি’সদস্য আনোয়ার হোসেন বুলুর জন সংযোগ

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি স্থানীয় জনগনের সঙ্গে মতবিনিময় করেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বাতা পৌছেঁ দেন।

 

আনোয়ার হোসেন বুলু সোমবার(২৩ জুন) বিকাল ৪টা থেকে রাত্রি ৯টা পযন্ত ভোঁপাড়া ইউনিয়নের সদুপুর,বানীতলা,মহাদিঘী, ভড় মাধাইমুড়ি এলাকায় জনসংযোগ শেষে সাহাগোলা ইউনিয়নে সাহাগোলা রেলওয়ে স্টোশান এক চা-চক্রের আয়োজন করেন।

 

এসময় তিনি বিএনপি’র নেতৃত্বে দেশের উন্নয়ন ও গণতন্ত্র পূণরুদ্ধারের অঙ্গীকার পূনব্যক্ত করেন। তিনি আরো বলেন, বিএনপি জনগনের পাশে থেকে তাদের আশা- আকাঙ্খা পূরণে কাজ করবে। দলীয় নেতাকমীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে এবং জনগনের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখার আহ্বাবান জানান।

 

জনসংযোগ কমসূচিতে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদুল হক বিন্টু বিশ্বাস, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ একরামূল বারী রন্জু, সাবেক কালিকাপুর ইউনিন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম,বিএনপি নেতা মোঃ কোবাদ আলী, বিএনপি নেতা সেন্টু,বিএরনপি নেতা মোঃসনি হোসেন, রাণীনগর উপজেলা বিএনপি;র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ প্রভাষক একেএম জাকির হোসেন, ভোঁপাড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারন ও ইউপি সদস্য মোঃ সাদুর রহমান, বিএনপি নেতা মোঃ আব্দুল হোসেন,সাহাগোল বিএনপি;র নেতা আবু জাহিদ ডালিম, বিএনপি নেতা ও প্রধান শিক্ষক মোঃ রইচ উদ্দিন, আত্রাই মহিলা দলের সাধারণ সম্পাদিকা আংগুরী বেগম, মনোয়ারা বিবি, বিএনপি নেতা ও ইউপি সদস্য মোঃ আতাউর রহমাস সহ স্থানীয় বিএনপি’র নেতাকমী বৃন্দ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট