1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৫ অপরাহ্ন

আত্রাইয়ে খাদ্যবান্ধব কমর্সূচিতে ১৪ জন ডিলার নিয়োগ

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ-
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

নওগাঁর আত্রাইয়ে খাদ্যবান্ধব কমসূচির আওতায় উন্মুক্ত লটারীর মাধ্যমে ১৪জন ডিলার নিয়োগ করা হয়েছে। সোমবার (২৫ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এই লটারী অনুষ্ঠিত হয়। উপজেলার ১৪টি পয়েন্টের জন্য মোট ৪৩ জন প্রার্থী আবেদন করেছিলেন। যাচাই-বাছাই শেষে ১২ জনের আবেদন বাতিল করা হয় এবং ৩১ জন প্রার্থীর মধ্য থেকে লটারীর মাধ্যমে ১৪ জন ডিলার নির্বাচিত হন। নিয়োগপ্রাপ্ত ডিলারদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেনউপজেলার সদর ইউনিয়ন পাঁচুপুর ইউনিয়ন সাহেবদগঞ্জ বাজার মোঃ বাহাদুর, ভোঁপাড়া ইউনিয়ন কাশিয়াবাড়ী হাট-রণি মৃধা, সুইজগেট-শাজাহান আলী খাঁন, বিশা ইউনিয়ন ভাঙ্গাজাঙ্গাল বাজার-রবিউল ইসলাম, মনিয়ারী ইউনিয়ন নওদুলী বাজার শফিকুল আলম সরদার, পতিসর বাজার-মজনুর রহমান, আহসানগঞ্জ ইউনিয়ন ব্রজপুর বাজার-তারিকুল ইসলাম,,সিংসাড়া বাজার-ফারুখ প্রামানিক, কালিকাপুর ইউনিয়ন কুশাতলা বাজার- সালমান, সামছুর র হমান, হাটকালুপাড়া ইউনিয়ন বান্দাই খাড়া বাজার-রাসাদুজ্জামান,সুমন, সাহাগোলা ইউনয়ন সাহাগোলা রেলওয়ে স্টেশান-আজাদ সরদার, ভবানীপুর বাজার-আশরাফুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন,সুষ্ঠ ও স্বচ্ছতা ভাবে ডিলার নির্বাচন করার জন্য এই লাটারীর আয়োজন করা হয়েছে। নতুন ডিলাররা যেন তাদের দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেন।এই কমসূচীর মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের কাছে সহজ শর্তে ও সূলভ মূল্যে খাদ্যশস্য পৌঁছে দেওয়া। অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার সামসুন্নাহার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) মোঃ আব্দুল হান্নান, প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা পরিসংখ্যান অফিসার ছাইফুল ইসলাম,ইউনাইটেড প্রেস ক্লাব, আত্রাই সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগরসহ স্থানীয় প্রিন্ট ও ইলেট্রিক মিডিয়ার সাংবাদিক,আত্রাই থানা পুলিশ প্রসানের প্রতিনিধিসহগণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী নতুন নিয়োগপ্রাপ্ত ডিলাররা শিগগিরই সরকার নিদ্ধারিত খোলা বাজারে খাদ্যশস্য (চাউল) বিক্রয় শুরু করবেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট