প্রযুক্তি নিভর যুব শক্তি বহুপাক্ষিক অংশীদাযিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১২ আগষ্ট)১৮ লক্ষ ৫০ হাজার টাকার লোনের চেক ১৭জন যুব ও যুব মহিলাদের মাঝে নের চেক বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক অনুষ্ঠানে এসব লোনের চেক হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাকিবুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের এক তৃতীয়াংশ যুব। তাদের কাযক্রমে দেশ এগিয়ে যাচ্ছে।
জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন তরুনরা। দেশের সকল পরিবতনে নেতৃত্ব দানকারী তরুণরা আগামীতে প্রযুক্তি নভির উদ্ভাবন ও উন্নয়নে গুরুত্বপূণ ভূমিকা পালন করে যাবে। এক্ষেত্রে স রকার যুগোপযোগী প্রশিক্ষণ এবংশুধু সার্ভিস চার্জে লোন প্রদান করে দক্ষ উদ্যোক্তা তৈরিতে তৎপর রয়েছে।
উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিখি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মোঃ রাকিবুল হাসান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রকল্পবাস্তবায়ন অফিসার( পিআই ও) মোঃ আব্দুল হান্নান,উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রধীপ কুমার সরকার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো থবিরুল ইসলাম।জামায়েক ইসলাম বাংলাদেশ আত্রাই শাখার সদস্য স চিব মোঃ শাহীন, পাচুপুর আব্দূল আল মামুন গালিব, আত্রাই ইউনাইটেড প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর, আত্রাই থানা প্রেস ক্লাব সভাপতি মোঃ ফরিদুল আলম পিন্টু,সাধারণ সম্পাদক ও দৈনিক যায় যায় পত্রিকার আত্রাই প্রতিনিধি মোঃ ওমর ফারুখ, আত্রাই উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক কাজী রহমান, দৈনিক করতোয়া আত্রাই উপজেলা প্রতিনিধি মোঃ মুজাহিদ খান,সেহ উপজেলা সফল উদ্যোক্তা ও আত্নকমী কমী মোঃফরহাদ হোসেন বাবু, ডাসকো এনজিও প্রতিনিধি মরিয়ম বেগম প্রমূখ।
আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত শোভা যাত্র বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদর্ক্ষিণ করে।
Leave a Reply