নওগাঁর আত্রাই উপজেলার এসএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষাথীদের সংবধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) পাঁচুপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলা অডিটরিয়াম সভা কক্ষে পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ খবিরুল ইসলামের সভাপতিত্বে শিক্ষাথীদের সংবধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নিবাহী অফিসার (অঃদাঃ) মোঃ রাকিবুল হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি ২০২৫ সালের এসএসসি / সমমানের শিক্ষাথী এ প্লাস প্রাপ্ত দুই শত চল্লিশ জন শিক্ষাথীদের মাঝে একটি করে ফুলের স্টিক ক্রেস ও স্কুল ব্যাগ প্রদান করেন।
একই দিনে বৈকাল ৪টায় উপজেলা অডিটরিয়াম সভা কক্ষে পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ খবিরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা নিবাহী অফিসার মোঃরাকিুবুল হাসান প্রধান অতিথি হিসেবে উপজেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শ্রেনীর ১ম,২য় ও ৩য় রোল ধারী মেধাবী ছাত্র/ ছাত্রীকে উপজেলা নিবাহী অফিসার মোঃ রাকিবুল হাসান প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষাথীদে মাঝে ক্রেস সন্মননা স্মারক তুলে দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাযহারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুনুল হক, উপজেলা একাডেমিক সুপারভাইজারপ্রদীপ কুমার সরকার,উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন,পতিসর রথীন্দ্র নাথ ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক আহসান হাবিব,পাঁচুপুর সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমেলেন্দ্রনাথ রনি, বিশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাবের আলী,পাঁচুপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জহুরুল ইসলাম, সহকারী সচিব বিপ্লব কুমার, ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ প্রধান মোঃ বিশু দেওয়ানসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, অবিভাবকসহ প্রিন্ট ও ইলেকট্রোনিস মিডিয়ার সাংবাদিক গন প্রমূখ।
Leave a Reply