নোয়াখালীতে আদালত ভবনের দোতলা থেকে হাতকড়াসহ লাফিয়ে পালানোর চেষ্টা করেছে শাহাদাত হোসেন (৩০) নামের ধর্ষণ ও হত্যা মামলার এক আসামি। তবে তাৎক্ষণিক পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়।
আসামি শাহাদাত হোসেন চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা এলাকার বাবুল হোসেনের ছেলে। ২০২২ সালে একটি শিশুকে হত্যা ও ধর্ষণের মামলায় গ্রেপ্তার হয়ে নোয়াখালী জেলা কারাগারে রয়েছেন তিনি।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালে শাহাদাত তার পাঁচ বছর বয়সী চাচাতো বোনকে ধর্ষণের পর হত্যা করে। পরে মরদেহ বস্তায় ভরে ফেলে দেয়। এ ঘটনায় চাটখিল থানায় হত্যা মামলা দায়ের হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। মঙ্গলবার সকালে কারাগার থেকে তাকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হয়। শুনানি শেষে পুলিশ যখন শাহাদাতকে আসামিদের হাজতে নিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ দোতলা থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু দ্রুত ধাওয়া করে আদালত ভবনের ফটকের সামনে থেকেই তাকে আটক করা হয়।
নোয়াখালী আদালতের পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. শহীদুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার শুনানি শেষে আসামি হাতকড়াসহ পালানোর চেষ্টা করে। তবে পুলিশ সঙ্গে সঙ্গে ধাওয়া করে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে। মাটিতে লাফ দেওয়ায় তার তেমন ব্যাথা নেই। তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply