1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন

‘আন্ডারওয়ার্ল্ড’র খপ্পরে আমির খান, অফার করা হয় মোটা অঙ্কের টাকা!

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

বলিউডের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের সম্পর্ক নিয়ে বিতর্কের শেষ নেই। একসময় বহু তারকার নাম জড়িয়ে যায় সেই অন্ধকার জগতের সঙ্গে। একই খপ্পরে পড়েছিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। জানালেন, ৯০ দশকের শেষ দিকে তাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল আন্ডারওয়ার্ল্ড-এর একটি পার্টিতে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির বলেন, ‘সম্ভবত দুবাইয়ের কোনো জায়গার একটি পার্টিতে যাওয়ার জন্য আমাকে ডাকেন কয়েকজন। তারা আমার সঙ্গে দেখা করে আমন্ত্রণ জানায়। আমি তখনই স্পষ্ট জানিয়ে দেই, আপনারা যদি জোর করে নিয়ে যেতে পারেন, ঠিক আছে, নইলে আমি স্বেচ্ছায় যাব না।’

 

এখানেই শেষ নয়। আমির রাজি না হওয়ায় তাকে আরও নানা রকমের প্রলোভন দেওয়া হয়েছিল। অভিনেতা সাক্ষাৎকারে দাবি করে বলেছেন, ‘ওরা অনেক চেষ্টা করেছিল। আমাকে মোটা টাকার লোভ দেখানো হয়। বলেছিল যে তুমি যা টাকা চাইবে তা দেব। এমনকি, বলা হয় যেকোনো কাজ তারা পাইয়ে দেবে। কিন্তু আমি ওদের প্রস্তাব ফিরিয়ে দেই।’

 

আমির আমন্ত্রণ জানানো সেই লোকেদের বলেছিলেন, ‘এক মাস ধরে আপনারা আমাকে বলে চলেছেন। আর আমি প্রথম থেকেই বলছি, আমি যাব না। আপনারা ক্ষমতাশালী। আপনারা এর জন্য আমাকে মারধর করতেই পারেন। আমার হাত-পা বেঁধে কোথাও নিয়ে যেতে পারেন। কিন্তু আমি স্বেচ্ছায় যাব না।’

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট