দেশের সব বিভাগে আজ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা । এমনটায় আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
একই সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
একই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত ৩টার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৮টার মধ্যে। বিশেষ করে ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, কক্সবাজার জেলার ওপরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।