খুলনার পাইকগাছায় একটি আবাসিক হোটেল থেকে শেখ বদরুল আলম (৬০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ওই হোটেলের বাথরুমে পড়ে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ জানায়, বদরুল আলমের বাড়ি পাইকগাছার পার্শ্ববর্তী আশাশুনি উপজেলার দরগাপুর গ্রামে। ৮-১০ বছর যাবত তিনি হোটেল আল মদিনায় বোর্ডার হিসেবে থাকেন। শারীরিকভাবে তিনি অসুস্থ ছিলেন।
হোটেলের ঝাড়ুদার ঘর পরিষ্কার করতে যান। তার কক্ষে ছিটকিনি লাগানো ছিল। ডাকাডাকি করায় কোনো সাড়াশব্দ না পেয়ে হোটেল ম্যানেজারকে জানালে তিনি দরজা খুলে ওই অবস্থা দেখে থানা পুলিশে সংবাদ দেন।
পাইকগাছা থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে ২-১ দিন আগে তার মৃত্যু হয়েছে।
Leave a Reply