
সাথে আছি আমি ,,,,,,,,,,,,,,,,,,,,,,
নোয়াখালীর সেনবাগে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তম ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ৫নং অর্জুনতলা ইউনিয়ন ছাত্রদল। ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথিরা মেধাবীদের হাতে সম্মাননা তুলে দেন।
সকাল ১০টায় ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের খোলা মাঠে আয়োজন করা হয় “মেধা সংবর্ধনা–২০২৫”। ৫নং অর্জুনতলা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে তৈরি হয় উৎসবের আমেজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোখলেছুর রহমান এমএ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আমিন উল্লাহ আকরাম।
মানবিক নেতৃত্বের প্রতিচ্ছবি, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং লায়ন্স ক্লাব অব সেনবাগ সেন্ট্রালের সভাপতি লায়ন সৈয়দ হারুন এমজেএফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
লায়ন সৈয়দ হারুন এমজেএফ বলেন,
“মেধাবীরাই জাতির ভবিষ্যৎ। তাদের প্রতিটি সাফল্য আমাদের জন্য গর্বের। সুশিক্ষাই পারে একটি প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি, যুবদল, বিএমপি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা জানান—এমন আয়োজন তাদের ভবিষ্যৎ পথচলায় নতুন অনুপ্রেরণা।
“এই সংবর্ধনা আমাদের আরও ভালো করতে উৎসাহিত করবে। ভবিষ্যতে দেশের জন্য ভালো কিছু করতে চাই।”
অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের অংশগ্রহণে ছিলো গ্রুপ ছবি ও সৌহার্দ্য বিনিময়। তরুণ প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করতে এই আয়োজনকে দৃষ্টান্ত হিসেবে দেখছেন অভিভাবকরা।
মেধাকে উৎসাহিত করে শিক্ষার্থীদের এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বাড়বে বলে আশা অতিথি ও আয়োজকদের।
© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।