অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী বছরের রোজার আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে অংশ নিতে সংসদীয় আসনগুলোতে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করছে।এরই ধারাবাহিকতায় আরও ৪৫টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিস।
রোববার (১৭ আগস্ট) বিকালে ঢাকার মোহাম্মদপুরে দলটির আমিরের ব্যক্তিগত কার্যালয় হলি উম্মাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ২য় ধাপের দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন দলটির আমির মাওলানা মামুনুল হক।
সংবাদ সম্মেলনে মামুনুল হক ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নতুনভাবে ৪৫টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন। পাশাপাশি পূর্ব ঘোষিত ২২৩টি আসনের মধ্যে ৭টি আসনে প্রার্থী পরিবর্তন করা হয়েছে বলে জানান তিনি। এনিয়ে দুই ধাপে বাংলাদেশ খেলাফত মজলিস সর্বমোট ২৬৮ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক, যুগ্ম মহাসচিব মুফতি শারাফাত হোসাইন ও মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা হেদায়েতুল্লাহ হাদি, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন খান, প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ, যুব মজলিসের সভাপতি জাহিদুজ্জামান, ঢাকা মহানগর উত্তর খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা এহসানুল হক প্রমুখ।
Leave a Reply