1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন

আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় দোকানিকে গুলি, গ্রেফতার ৩

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

ঢাকার অদূরে আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় চা দোকানিকে মারধরের ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শনিবার দুপুরে আশুলিয়া থানার ওসি নূর আলম সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন। গ্রেফতাররা হলেন- মাসুদ পারভেজ রানা (৪৫), ইয়ার হোসেন (২৪) ও খোকন তালুকদার (১৯)।

শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় তাদের।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে রতন, আকাশ, আশিক, তৈয়ব ও পারভেজ প্রতিটি দোকান থেকে চাঁদা আদায় করছিলেন। এ সময় সৈনিক ইসলাম শাহীন দোকানে চা বিক্রি করছিলেন। প্রতিদিনের মতো তার কাছে চাঁদা চাইলে, তিনি দিতে রাজি হননি। তখন চাঁদা আদায়কারীরা তাকে মারধর করেন। একপর্যায়ে শাহীন দৌড় দিলে তৈয়ব নামে একজন তাকে পেছন থেকে গুলি করে। এতে বাম পায়ে গুলি লাগে শহীনের।  তখন তিনি পাশের একটি বাড়িতে ঢুকে পড়ে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে ভর্তি করান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয় তাকে।

এ ঘটনায় গুলিবিদ্ধ শাহীনের মা নাজমা বেগম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

ওসি নূর আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় শুক্রবার রাতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট