1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন

আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামিসহ ১৯ জন গ্রেফতার

প্রতিবেদন, ঢাকা উত্তর
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার চার আসামিসহ বিভিন্ন মামলার মোট ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান জানান, সোমবার (১১ আগস্ট) আশুলিয়ার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় গ্রেফতার আসামিরা হলেন- আশুলিয়ার কান্দাইল এলাকার সালাম মৃধার ছেলে বাহাদুর মৃধা (৪২), একই এলাকার কাশেম খানের ছেলে নূর মোহাম্মদ (৩৪), কোন্ডলবাগ এলাকার হাজী কেরামত মিয়ার ছেলে আতাউর রহমান (৪৪) ও ধলপুর এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে ইউনুস আলী ইমন (৩৭)। তারা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সক্রিয় নেতাকর্মী এবং মামলার এজাহারভুক্ত আসামি।

অন্যান্য মামলায় গ্রেফতাররা হলেন- মো. নাসিম (২২), মো. মাহফুজুর রহমান, মো. বাদল হোসেন, মো. আব্দুর রহিম (৩৫), মো. রায়হান (২৫), মো. সিহাদ (২০), মো. আল আমিন (২১), মো. রাজু আহমেদ, মো. স্বপন (৩২), মো. নবাব (৩৩), সিরাজুল ইসলাম (৪২), মো. আজাদুল ইসলাম (৩০), মোরসালিন (২০), মো. সোহেল (৪১) ও মো. সোহাগ পেদা (২৬)।

ওসি আব্দুল হান্নান বলেন, গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করা হয়েছে। তাদের আজ (মঙ্গলবার) সকালে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট