1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
সোমবার, ১২ মে ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন

আশ্রয়প্রার্থীর পারিবারিক পুনর্মিলন স্থগিত করেছে অস্ট্রিয়া

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

আশ্রয়প্রার্থীদের জন্য পারিবারিক পুনর্মিলন অবিলম্বে স্থগিত করার নির্দেশ দিয়েছে অস্ট্রিয়ার নতুন সরকার। দেশটিতে অভিবাসন ইস্যুতে চরম ডানপন্থিদের সমর্থন বাড়তে থাকায় এই পদক্ষেপ নেয়া হয়েছে।

নিরাপত্তা সংক্রান্ত ইউরোপীয় ইউনিয়নের জরুরি বিধানের আওতায় তিন-দলীয় জোট সরকার এ ঘোষণা করেছে।

 

দেশটির চ্যান্সেলর ক্রিশ্চিয়ান স্টোকারের নেতৃত্বাধীন মধ্য-ডানপন্থি পিপল‘স পার্টি ওভিপি বলছে, অস্ট্রিয়া ও এর সিস্টেমে লোক ধারণক্ষমতা সীমিত। অনেক অভিবাসনপ্রত্যাশীর আগমনের ফলে এই সিস্টেমের সক্ষমতা এরই মধ্যে সীমা অতিক্রম করেছে।

 

সমালোচকরা এই স্থগিতাদেশকে মানবাধিকার লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

গত মাসে এক সন্দেহভাজন সিরীয় আশ্রয়প্রার্থীর ছুরি হামলার ঘটনা ঘটান। এতে ১৪ বছর বয়সী এক কিশোর নিহত হয়। এরপর অস্ট্রিয়ায় অভিবাসন বিষয়ে উদ্বেগ আরো বেড়েছে। দেশটির সরকার জানিয়েছে, ২০২৩ ও ২০২৪ সালে প্রায় ১৮ হাজার মানুষ পারিবারিক পুনর্মিলনের মাধ্যমে অস্ট্রিয়ায় এসেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট