1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন

আসাদ দেশ ছাড়তেই সিরিয়ায় আমেরিকার হানা! আইসিস ঘাঁটি লক্ষ্য করে পর পর গোলাবর্ষণ

প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

সিরিয়ায় আসাদ সরকারের পতনের পরপরই হামলা চালিয়েছে আমেরিকা। সেখানকার আইসিস জঙ্গিঘাঁটিগুলি লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়েছে রবিবারই। হোয়াইট হাউস থেকে বাইডেন এই হামলার নির্দেশ দিয়েছেন।

 

প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদ সিরিয়া ছেড়েছেন। রাজধানী দামাস্কাস এখন বিদ্রোহীদের দখলে। এই সুযোগে সিরিয়ায় হামলা চালাল আমেরিকা। সেখানকার আইসিস ঘাঁটি লক্ষ্য করে রবিবার হামলা চালানো হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, সিরিয়ায় অবস্থিত অন্তত ৭৫টি আইসিস ঘাঁটিতে গোলাবর্ষণ করেছে তারা। এ নিয়ে রবিবার বিবৃতিও দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

হোয়াইট হাউস থেকে বাইডেন বলেন, ‘‘আইসিস ঘুরে দাঁড়ানোর জন্য সিরিয়ার মসনদের যে কোনও শূন্যতাকে কাজে লাগানোর চেষ্টা করবে। আমেরিকা সে সম্পর্কে অবহিত। আমেরিকা কখনওই তা হতে দেবে না।’’ আমেরিকার সেনাবাহিনী রবিবার তাঁর নির্দেশে সিরিয়ার অভ্যন্তরে আইসিস ঘাঁটিগুলিতে হামলা চালিয়েছে, জানিয়েছেন বাইডেন। আকাশপথে গোলাবর্ষণ করা হয়েছে। আইসিস ঘাঁটিগুলিতে সেই বোমা পড়েছে বলেও নিশ্চিত করেছে আমেরিকান বাহিনী। উল্লেখ্য, আইসিস গোষ্ঠীকে দমিয়ে রাখতে দক্ষিণ-পূর্ব সিরিয়ায় ৯০০ সেনাবাহিনী রেখেছে আমেরিকা। তার মাধ্যমেই রবিবার হামলা চালানো হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট