1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন

আ.লীগের লিফলেট বিতরণকালে আইনজীবী আটক

প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জে আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে থানায় দেন তারা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের কালিবাড়ি রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম শামীম আহমেদ (৫৫)। পেশায় তিনি আইনজীবী। তার পরিবারের সদস্যরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বলেন, লিফলেট বিতরণকালে উত্তেজিত লোকজন শামীমকে আটক করে। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিষয়ে তদন্ত চলছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার সম্পৃক্ততা পেলে তাকে গ্রেফতার দেখানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, জুলাইয়ে আন্দোলনের সময় শামীম শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। হাসিনা সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। শনিবার রাতে হঠাৎ তিনি বের হয়ে আওয়ামী লীগের পক্ষে লিফলেট বিতরণ শুরু করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট