
ইতালি পাঠানোর কথা বলে মাদারগঞ্জ, জামালপুর মেহেদী হাসান সাগর (২২), পিতা-দুলাল মিয়ার রিয়ান মিয়া, পিতা-আঃ আজিজ ও হোসেনপুর, কিশোরগঞ্জের কাছ থেকে ৪০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে নরসিংদীর রায়পুরার হুসাম মিয়া (২১), পিতা-রুপচান মিয়া বীর কান্দি, রায়পুরা,নরসিংদী।মোঃ রবিউল আলম (৪৫), হারিছ মিয়ার ছেলে সোহরাব (৩৫) গংরা বলে মামলার সুতো জানাযায়।
মামলা সুতো জানাযায় মাদারগঞ্জ, জামালপুর মেহেদী হাসান সাগর (২২), পিতা-দুলাল মিয়ার, রিয়ান মিয়া, পিতা-আঃ আজিজ হোসেনপুর, কিশোরগঞ্জকে পাঠানোর প্রলোভন দিয়ে ২০ লক্ষ টাকা হতিয়ে নেয় নরসিংদি রায়পুরার হাসনাবাদ মোঃ রবিউল আলম (৪৫), পিতা ওয়ানুম মুদি নলঘাটা, রায়পুরা হারিছ মিয়া (৬০), সোহরাব মিয়া (৩৫), হাসনাবাদ রায়পুরা, নরসিংদী।
রিপন রাজ, পিতামৃত-আবুল হোসেন,দ্বীপেশ্বর, শাহিনুর আক্তার মুক্তা, পিতা আঃ আজিজ সালমা আক্তার, স্বামী-আঃ আজিজ
আরমান হোসেন, শিয়া-ডাঃ আজিজ,উত্তর হারেঞ্জা মোঃ ইকবাল, পিতা-মোঃ জসিম উদ্দিন, কুড়িমারা
হোসেনপুর, জেলা-কিশোরগঞ্জ। 
প্রতারক চক্র ইতালী ভাল কোম্পানীতে বেশী বেতনে ‘৫ তারা হোটেলে চাকুরী নিয়া দিবে বলে আমাকে প্রলোভন দেয় যে, টাকার কোন চিন্তা করতে হবে না। প্রয়োজনে অঙ্গীকার নামা দিবে। অতঃপর প্রতারকের প্রলোভন আমি বুঝতে না পারিয়া ইতালী যাইতে রাজী হই আমার নিকট সর্ব সাকুল্য ২০,০০,০০০/-(বিশ লক্ষ) টাকা হাতিয়ে নেয়। আমার বাড়ীতে আসিয়া টাকা চাহিলে আমার থাকার ঘরে বসে কতিপয় সাক্ষির মোকাবেলায় আমি নগদ ১৫,০০,০০০/-(পনের লক্ষ) টাকা দিলে টাকা গ্রহণ করে চলে যায় ও বলে যায় যে, বাকী টাকা দিলে বিবাদী আমাকে ইতালীতে পাঠাইয়া বেশী বেতনে ৫ তারা হোটেলে চাকুরীর ব্যবস্থা করিয়া দিবে। অতঃপর বিবাদী আমার পাসপোর্ট নিয়া যায় এবং বাকী টাকা চাহিলে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে. ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা দিলে বিবাদী তাহা গ্রহণ করিয়া আমাকে ইতালী যাওয়ার ব্যবস্থা না করিয়া টাল বাহানা করিয়া কাল ক্ষেপন করিতে থাকে। এক পর্যায়ে আমি অতিষ্ঠ হইয়া বিবাদীর বিরুদ্ধে ২৬/০৭/২০২৪ইং তারিখে শালিস করিলে শালিসে বিবাদী ঘটনার কথা এবং টাকা নেওয়ার কথা স্বীকার করে ও অঙ্গীকার নামা দেয়।পরবর্তীতে বিভিন্ন তালবাহানা করলে আমি আদালতে একটি পিটিশন মামলা করি। এই প্রতারক৷ আরও বিভিন্ন জায়গা থেকে প্রতারনা করে টাকা হাতিয়ে নিয়ে নিঃস্ব করছে অনেক পরিবার
© ২০২০-২০২৫ তরঙ্গ টিভি, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।