ওমান প্রবাসী এক বাংলাদেশিকে ইলিশ মাছ পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। ‘বিসমিল্লাহ এন্টারপ্রাইজ’ নামের একটি ভুয়া চক্র ওই প্রবাসীর কাছ থেকে ৫,০০০ টাকা হাতিয়ে নিয়েছে বলে জানা গেছে।
প্রবাসী ভুক্তভোগী জানান, দেশে ইলিশ পাঠানোর আশ্বাস দিয়ে তার কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা আদায় করা হয়। কিন্তু টাকা পাঠানোর পর থেকেই প্রতারকরা মোবাইল ফোন বন্ধ করে দেয় এবং আর কোনও যোগাযোগ করেনি।
এ ঘটনায় প্রবাসীদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
এ ধরনের ভুয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সাধারণ মানুষ।
প্রতারণা থেকে বাঁচতে সাবধান হোন:
প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ, যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে টাকা লেনদেন করবেন না।
প্রয়োজনে সংশ্লিষ্ট প্রশাসন বা দূতাবাসে তথ্য যাচাই করুন
Leave a Reply