1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৭:৪৩ পূর্বাহ্ন

ইসরাইলি কারাগার থেকে আজ মুক্তি পাচ্ছেন ১১০ ফিলিস্তিনি বন্দি

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে, বৃহস্পতিবার ইসরাইল ১১০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা ঘোষণা করেছে।

ফিলিস্তিনি বন্দি অধিকার সংস্থা প্যালেস্টিনিয়ান প্রিজনার্স ক্লাব জানিয়েছে, এই বন্দি মুক্তির মধ্যে ৩০ জন কিশোরও রয়েছে। এটি প্রথম ধাপের যুদ্ধবিরতির অধীনে তৃতীয় বন্দি বিনিময়।

বন্দিদের মধ্যে ৩২ জনকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৪৮ জন বিভিন্ন মেয়াদে কারাভোগ করছেন।  মুক্তি পাওয়ার পর, ২০ জন বন্দিকে বিদেশে নির্বাসিত করা হবে।

এর আগে দুটি বন্দি বিনিময়ে ৭ জন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছিল, যার বিনিময়ে ২৯০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়।

আজ তিনজন ইসরাইল জিম্মি মুক্তি পাবেন, তারা হলেন আরবেল ইয়েহুদ, আগাম বারগার এবং গাদি মোজেস। এছাড়াও পাঁচজন থাই নাগরিককেও মুক্তি দেওয়া হবে, তবে তাদের পরিচয় এখনো প্রকাশিত হয়নি। মূলত এর বিনিময়ে ইসরাইল ১১০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।

এদিকে টাইমস অব ইসরাইল জানিয়েছে, ১১০ বন্দির মধ্যে মুক্তি পাবেন সন্ত্রাসের দায়ে দণ্ডিতরা। এদের মধ্যে রয়েছে জাকারিয়া জুবেদি, মাহমুদ আতাল্লাহ এবং আহমেদ বারঘৌটির নাম উল্লেখযোগ্য।

কারাগার থেকে মুক্তির পর জুবেদি পশ্চিম তীরে ফিরে যাবেন। তিনি আলোচিত দ্বিতীয় ইন্তিফাদার সময়ে আল-আকসা শহিদ ব্রিগেডের প্রধান হিসেবে বেশ কয়েকটি হামলা সংগঠিত করেছিলেন।  ২০২১ সালে তিনি গিলবোয়া কারাগার থেকে পালিয়ে যাওয়া ছয় বন্দির মধ্যে একজন ছিলেন, পরে তাকে পুনরায় আটক করা হয়।

এছাড়া শনিবারের চতুর্থ বন্দি বিনিময়ে আরও তিনজন ইসরাইলি পুরুষ মুক্তি পাবে, যা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস থেকে নিশ্চিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট