1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে ইজারাকৃত নৌ-চ‍্যানেল চার্জের থেকে ২৫% চাঁদা না পেয়ে গুলাগুলির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পাবনা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

রাজশাহী আরিচা ঘাট থেকে পাকশী ব্রিজ পর্যন্ত বিআইডব্লিউটিএ থেকে ১বছরের জন্য ৫ কোটি ৩১ লাখ টাকায় ইজারা পাই গ্রুপঅন সার্ভিসেস প্লান লিমিটেড এর প্রোপাইটর নাসির উদ্দিন নামের এক ইজারাদার। গত ১ তারিখ থেকেই পাবনার ঈশ্বরদীর সাঁড়া ঘাট এলাকায় খাজনার টাকা উঠাতে আসলেই চাঁদার সম্মুখীন হতে হয় ইজারাদারদের। ইজারাদারদের অভিযোগ স্থানীয় বিএনপি নেতা জাকারিয়া পিন্টু ও তার ছোট ভাই মেহেদী হাসান এই চাঁদার দাবি করেন।

 

শনিবার ( ১২ জুলাই ) বেলা ১২ টার দিকে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ঘাট এলাকায় ঠিকাদারি প্রতিষ্টানেে কর্মিরা নৌ-চ‍্যানেল চার্জের টাকা আদায় করতে গেলে বিএনপি নেতা জাকারিয়া পিন্টু ও তার ছোট ভাই মেহেদী হাসান ষড়যন্ত্র করে গোলাগুলির ঘটনা ঘটায় পরে কাঁকন বাহিনীর নামে অপপ্রচার চালায়।

গ্রুপঅন সার্ভিসেস প্লান লিমিটেড এর সহকারি পরিচালক খন্দকার সোহেল ইসলাম জানান, টেন্ডারটি পাওয়ার পর থেকেই বিভিন্ন চাঁদার সম্মুখীন হচ্ছি। বিএনপি নেতা জাকারিয়া পিন্টু ও তার ছোট ভাই মেহেদী হাসান আমাদের থেকে ২৫% চাঁদা দাবি করে আসছে। গতো শুক্রবার চাঁদার টাকা না পেয়ে খোকন নামের আমার এক শ্রমিককে উঠিয়ে নিয়ে গিয়ে পায়ের রগ কেটে দেয়। আজ আবার ওরা নিজেরাই গোলাগুলি করে কাকন বাহিনীর নামে অপপ্রচার চালাচ্ছে।

তিনি আরও বলেন, আমার কোটি কোটি টাকা সরকারকে রাজস্ব দিয়ে ইজারা নিয়েছি। টাকা উঠানো নিয়ে দুশ্চিন্তায় দিন পার করছি আমরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের বৈধ ইজারাদারদের পাশে এসে দাঁড়ানোর জোর দাবি জানাচ্ছি।


তবে এ বিষয়ে বিএনপি নেতা জাকারিয়া পিন্টু ও তার ছোট ভাই মেহেদী হাসানের সাথে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

লক্ষ্ণীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ উদ্দিন বলেন, এখনও পর্যন্ত আমরা বিস্তারিত জানতে পারিনি। আমি একটি টিম পাঠিয়েছি আর অভিযোগটা পাওয়ার পর বিস্তারিত বলতে পারব।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট