1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন

উত্তরায় ধর্ষণবিরোধী মিছিলে হামলা, আহত ৮

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় শিক্ষার্থীদের ধর্ষণবিরোধী মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত আটজন। বৃহস্পতিবার উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের দাবি, আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ বন্ধের কথা বলায় তাদের ওপর হামলা হয়েছে।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারী একজন আবাসিক হোটেল মালিক। তার নাম সাজিদ। উত্তরায় তার তিনটি আবাসিক হোটেল আছে। তার মধ্যে একটি হোটেল হেভেন। তার আবাসিক হোটেলের ওপর তলায় ও নিচ তলায় কয়েকটি কোচিং সেন্টার আছে। সেখানে মাইলস্টোন স্কুলের কয়েকজন শিক্ষার্থী গিয়ে হোটেল মালিককে অসামাজিক কাজ থেকে বিরত থাকতে বলে। এ নিয়ে ওই হোটেল মালিক শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

 

আহত শিক্ষার্থী লাবিব বলেন, ‘আমরা যে ভবনে কোচিং করি, সেখানে হেভেন নামের আবাসিক হোটেল আছে। হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ হয় জানতে পেরে আমরা কয়েকজন সেখানে যায়। তাদেরকে অসামাজিক কার্যকলাপে করতে বারণ করি। সকল কাগজপত্র যাচাইবাছাই করে রুম ভাড়া দেওয়ার কথা বলি।’

 

তিনি আরও বলেন, ‘আমরা যখন ধর্ষণবিরোধী মিছিল নিয়ে উত্তরা হাউজ বিল্ডিংয়ের পাশে জাফরান খাবার হোটেল আসি তখন ৩০ থেকে ৪০ জন লোক আমাদের মিছিলে হামলা করে। এতে অনেকজন আহত হয়।

পুলিশ এসে আহতদের উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে নেয়। পরে জানতে পারি আমাদের ওপর হামলার সঙ্গে জড়িত  ওই হোটেল মালিকসহ তার সকল সহযোগীকে পুলিশ গ্রেফতার করেছে।’

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরা পূর্ব থানার ওসি মো. শামিম হোসাইন বলেন, ‘আমরা এখনো জানি না কি নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়েছে। আমরা ইতিমধ্যে ১৭ জন্যকে আটক করেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট