রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটছে। এতে ব এই ঘটনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিএনপির স্বাস্থ্য টিমকে আহতদের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছে বিএনপি।
সোমবার (২১ জুলাই) বিএনপির এক সংবাদ বার্তায় বলেন, উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে ছুটির মুহূর্তে একটি ট্রেইনিং বিমান ভবনের ওপর বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, বিজিবি, পুলিশ ও সেনাবাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিএনপির স্বাস্থ্য টিমকে আহতদের সহায়তায় দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন।