1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন

উত্তরায় মাইলস্টোন কলেজের গেটে নিরাপত্তায় পুলিশ

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় কলেজটির সামনে জনসমাগম নিয়ন্ত্রণ করছে পুলিশ।

মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে কলেজের সামনে পুলিশ সদস্যদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

সেখানে দায়িত্ব পালন করা উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার নাসিম ঢাকা পোস্টকে বলেন, আমরা ভিড় কন্ট্রোল করছি। সবার জন্য উন্মুক্ত করলে আলমত নষ্ট হয়ে যেতে পারে। তবে মানুষজন যেতে পারছে।

এদিকে গেটের উল্টা পাশে দিয়াবাড়ি গোল চত্বর মোড়ে বিক্ষোভ করছেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, আন্দোলন হবে সম্পূর্ণ অহিংস এবং গণতান্ত্রিক। তবে অন্যায়ের বিরুদ্ধে অবস্থানে থাকবে আপসহীন। ‘ভয় নয়, আমরা চাই ন্যায়বিচার’—এমন স্লোগান সামনে রেখে তারা ছয় দফা দাবি উত্থাপন করেছেন।

এ সময় শিক্ষার্থীরা ৬টি দাবি উত্থাপন করেন। তাদের দাবিগুলো হচ্ছে— দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ করতে হবে; আহতদের নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে; ঘটনাস্থলে শিক্ষকদের গায়ে সেনাসদস্যদের ‘হাত তোলার’ অভিযোগে নিঃশর্ত প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে; নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে; বিমানবাহিনীর ব্যবহৃত পুরোনো ও ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করে নতুন ও নিরাপদ প্লেন চালু করতে হবে এবং বিমানবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা ও প্রশিক্ষণ এলাকা মানবিক ও নিরাপদভাবে পুনর্বিন্যাস করতে হবে।

হাসিব বিল্লাহ নামের এক শিক্ষার্থী বলেন, ‘শুধু মাইলস্টোন নয়, ঢাকার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানও এমন ঝুঁকিতে পড়ুক আমরা সেটি চাই না। গতকালের ঘটনায় আমাদের অনেক সহপাঠী আতঙ্কিত হয়ে পড়েছে। আমরা নিরাপদ শিক্ষাব্যবস্থা চাই।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট