বরিশালের উজিরপুরে একমাত্র ছেলে শাহনেওয়াজ শিমুলের ছুরকাঘাতে বাবা নিহত হয়েছেন। রোববার (২৭ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের পশ্চিম খাটিয়ালপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শাহ আলম খান (৬০)। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
জানা গেছে, শাহ আলম খানের একমাত্র ছেলে শাহনেওয়াজ শিমুল দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত। পরিবারের কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা নিয়ে নেশাদ্রব্য গ্রহণ করেন। সকালে বাবার কাছে টাকা চাইলে তিনি দিতে অস্বীকার করেন এবং টাকা নিয়ে নেশাদ্রব্য সেবনের বিষয়ে বকাবকি করেন। এতে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা চাকু দিয়ে বাবাকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই শাহ আলম খানের মৃত্যু হয়।
খবর পেয়ে এলাকাবাসী অভিযুক্ত ঘাতক শাহনেওয়াজ শিমুলকে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করতে থানায় খবর দেয়।
উজিরপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমিসহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছেছি। অভিযুক্তকে আটক ও লাশ ময়নাতদন্তের জন্য নেওয়া হচ্ছে।