
আফগানিস্তানের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে বাংলাদেশ দল। দ্বিতীয় টি-টোয়েন্টি শেষ হওয়ার একটু পরই আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ওয়ানডে দলে আছেন পেস বোলার হাসান মাহমুদ।
বাংলাদেশের ওয়ানডে দলের সদস্যরা গতকাল রাতেই সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়েন। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে হাসান মাহমুদ বলেন, ‘ইতোমধ্যে আমরা টি-টোয়েন্টি সিরিজটা জিতেছি। এবার ওয়ানডের পালা। ওয়েদার বাংলাদেশের মতই, অনেক গরম আছে, মানিয়ে নিতে পারবো। দোয়া রাইখেন।’
এদিকে হাসান মাহমুদের সঙ্গে দেশে থাকা ওয়ানডে স্কোয়াডের অবশিষ্ট সদস্যরাও গতকাল বাংলাদেশ ছাড়েন। তারা হলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তানভির ইসলাম ও নাহিদ রানা। ভিসা জটিলতায় যেতে পারেননি নাঈম শেখ।

আগামী ৮, ১১ ও ১৪ অক্টোবর আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের সঙ্গে তিনটি ওয়ানডেতে মোকাবেলা করবে বাংলাদেশ।
বাংলাদেশ স্কোয়াড-
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাইম শেখ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, নাহিদ রানা।