1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
সোমবার, ১২ মে ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

এবার প্রকাশ্যে এলো বিজয়-তামান্নার বিচ্ছেদের আসল কারণ

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

লুকিয়ে প্রেম করায় বিশ্বাসী ছিলেন না তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার কেউই। সম্পর্কের শুরু থেকেই সবটাই রেখেছিলেন প্রকাশ্যে। ‘লাস্ট স্টোরিজ’ ওয়েব সিরিজের শুটিংয়ে প্রেমের শুরু এই জুটির। তারপর প্রায় তিন বছর পেরিয়ে গেছে। বিজয়-তামান্না সব সময় যেন হরিহর আত্মা। বিজয়ের সঙ্গে ঘর বাঁধতে চেয়েছিলেন তামান্না আর সেটাই কি সম্পর্ক ভাঙার কারণ হয়ে দাঁড়াল!

শোনা যায়, ২০২৫ সালেই বিয়ে করবেন বিজয়-তামান্না। প্রস্তুতিও নাকি শুরু হয়ে গিয়েছিল। মুম্বাই শহরে নাকি নতুন ঠিকানার খোঁজও করছিলেন এই যুগল। কিন্তু হঠাৎই ছন্দপতন। পথ আলাদা হল দুই তারকার!

 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইম সূত্রে জানা যায়, সপ্তাহখানেক আগেই সম্পর্ক ভেঙেছেন তারা। তবে বিচ্ছেদ মানেই মুখ দেখাদেখি বন্ধ, এমন নয়। একে অপরের বন্ধু হয়ে সব সময় পাশে থাকবেন, ঘনিষ্ঠ মহলে এমনটাই জানিয়েছেন তারা। ইতোমধ্যে বিজয়ের সঙ্গে বেশ কিছু ছবি সামাজিক মাধ্যম থেকে মুছে ফেলেছেন অভিনেত্রী। তাদের বিচ্ছেদের খবর এখনো বিশ্বাস করতে পারছেন না অনুরাগীরা।

 

এই জুটির সঙ্গে ঘনিষ্ঠ এমন কয়েকটি সূত্র বলছে, এই মুহূর্তে ত্রিশ পেরিয়েছেন অভিনেত্রী। প্রেমিক বিজয়ের সঙ্গে থিতু হওয়ার কথা ভেবেছিলেন। বিয়ের জন্য খানিকটা উদগ্রীবও ছিলেন তিনি। সেই নিয়ে একাধিক বার মনোমালিন্য হয়েছে তাদের। সেই কারণেই বিচ্ছেদ। যদিও এই প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি তারকা যুগল।

বলিউডের একাধিক সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, বিজয়ের সঙ্গে সম্পর্কে আসার আগে তামান্নার নাম জড়িয়েছে একাধিক ব্যক্তির সঙ্গে। সেই তালিকায় রয়েছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি থেকে পাক খেলোয়াড় আব্দুল রাজ্জাকের নামও।

 

এক সময় শোনা গিয়েছিল আমেরিকার এক চিকিৎসকের সঙ্গে নাকি সম্পর্কে জড়ান অভিনেত্রী। যদিও সময়ের সঙ্গে সেই জল্পনা হাওয়ায় মিলিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট