জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নারীকে চিহ্নিত করে তল্লাশি করেন। তার দেহে বিশেষ কৌশলে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। অভিযানে জড়িত আরও পাঁচজন পুরুষকেও আটক করা হয়েছে, যারা মাদক পরিবহনের সঙ্গে সম্পৃক্ত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Leave a Reply