এক মাস পর আবারও সীমান্তবর্তী ময়মনসিংহের হালুয়াঘাটের কড়ইতলী-গোবরাকুড়া স্থলবন্দর দিয়ে কয়লা আমদানি শুরু হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় দুই বন্দর দিয়ে ১৮ ট্রাকে ২১৬ টন কয়লা প্রবেশ করে।
এর আগে, গত বছরের ২২ ডিসেম্বর হালুয়াঘাটের কড়ইতলী-গোবরাকুড়া বন্দর দিয়ে হঠাৎ কয়লা রফতানি বন্ধ করে দেয় ভারতীয় আমদানিকারকরা।
কড়ইতলী-গোবরাকুড়া আমদানি-রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক অশোক সরকার অপু বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ভারতীয় ব্যবসায়ীরা বড়দিন ও নতুন বছরে কয়েকদিন ছুটির কথা বলে আমাদের
কয়লা দেওয়া বন্ধ করে দেয়। আমরা নিয়মিত যোগাযোগ করেও কয়লা পাইনি। সম্প্রতি ভারতীয়দের সঙ্গে আমাদের কয়লা আমদানির ব্যাপারে কথা চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় ১৮ ট্রাকে ২১৬ টন
কয়লা আমাদের বন্দরে এসে পৌঁছেছে।’
কড়ইতলী-গোবরাকুড়া বন্দরের সহকারী পরিচালক পার্থ ঘোষ বলেন, ‘১৮টি ট্রাকে কয়লা আসার মাধ্যমে আমদানি-রফতানি আবারও শুরু হয়েছে। এ ধরনের কার্যক্রম যাতে অব্যাহত থাকে সে ব্যাপারে আমরা তৎপর আছি।’