1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:২৮ অপরাহ্ন

কদমতলীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাসের হেলপার নিহত

প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

রাজধানীর কদমতলীর শনির আখড়া এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সুজন (৩০) নামে বাসের হেলপার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোরের দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত সুজন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মদনপুর গ্রামের স্থানীয় বাসিন্দা। তিনি গ্রিন লাইন পরিবহনের বাসের হেলপার ছিলেন।

নিহতের সহকর্মী রাসেল মিয়া বলেন, সুজন গ্রিন লাইন পরিবহনের বাসের হেলপার হিসেবে কাজ করত। গতরাতে শনির আখড়ার সেন্টু পাম্পের সামনে গ্রিন লাইনের একটি বাস দাঁড়িয়ে ছিল। বাসের পাশেই দাঁড়িয়ে ছিল সুজন। তখন পেছন থেকে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান সুজনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আমরা খবর পেয়ে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান সুজন আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহত সুজনের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানা পুলিশকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট