1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ১৪ মে ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন

কমলনগরে গাছ চাপায় প্রাণ গেল শ্রমিকের

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের কমলনগরে গাছের নিচে চাপা পড়ে মো. রুহুল আমিন (৪৫) নামের এক গাছ কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার চর লরেন্স ইউনিয়নের শহীদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন উপজেলার চর লরেন্স ইউনিয়নের শহিদনগর এলাকার আলী হোসেনের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রুহুল আমিনসহ অন্যান্য শ্রমিকেরা মিলে পার্শ্ববর্তী একটি বাড়িতে গাছ কাটার কাজ করছিল। একপর্যায়ে কর্তনকৃত গাছের গোড়ালি নিচে চাপা পড়ে রুহুল আমিন। এতে গুরুত্বর আহত হন তিনি। সেখানে থাকা শ্রমিকেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মীর আমিনুল ইসলাম মঞ্জু বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।’

 

কমলনগর থানা ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘গাছের চাপায় দিনমজুর মারা গেছে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট