1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৪:২০ অপরাহ্ন

কাকন বাহিনীর বালু মহল থেকে প্রতিদিন অর্ধলাখ টাকা চাঁদা নিত নৌ-পুলিশ!

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

আজ পাবনার ঈশ্বরদী ও পার্শ্ববর্তী লালপুরের সেই আলোচিত কাকন বাহিনীর বালুর মহলে অভিযান চালিয়েছে সেনাবাহিনী! অভিযানে থানা পুলিশ, ঈশ্বরদী রক্ষীকুন্ডা নৌপুলিশ, নাটোর ডিসি অফিস ও সাংবাদিকসহ বিভিন্ন মহলে দেয়ার টাকার তালিকা উদ্ধার করা হয়! অ/ স্ত্র সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়।

উদ্ধার করা তালিকা অনুযায়ী সেই সময়ে লক্ষীকুন্ডা নৌ পুলিশের ইনচার্জের দায়িত্বে ছিলেন এমরান মাহমুদ তুহিন। সেই সময়ে পাবনা বার্তার অনুসন্ধানে তার বিরুদ্ধে অভিযোগ উঠে কাকন বাহিনীকে সহযোগিতার। পরবর্তীতে তাকে খুলনার একটি নৌ পুলিশ ফাঁড়িতে বদলি করা হয়।

কে এই তুহিন?

আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে‌ পাবনা ডিবি পুলিশের মতো অতি গুরুত্বপূর্ণ ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোন এমরান মাহমুদ তুহিন। সে সময় আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে বেশ সখ্যতা গড়ে তোলেন তিনি। দীর্ঘদিন দায়িত্ব পালনের সুযোগে তিনি বালু মহল ও অবৈধ সিরাপ কারখানাসহ বিভিন্ন মহলে নিয়ন্ত্রণ গড়ে তোলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেক শিক্ষার্থীকে তুলে এনে শারীরিক ও মানসিক নির্যাতন করেন ওসি তুহিন। এছাড়াও বিভিন্ন আন্দোলনের সময় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে ব্যাপক নির্যাতন চালিয়েছিলেন তিনি। ৫ আগস্ট পর তাকে রাজবাড়ীর দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়িতে বদলি করা হয়। সেখান থেকে আশ্চর্যজনকভাবে গুরুত্বপূর্ণ লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়িতে বদলি হয়ে আসেন। এখানে এসেই কাকন বাহিনীর সঙ্গে পূর্বের সখ্যতার সুযোগে আবারও পদ্মার বালু মহল নিয়ন্ত্রণ করতেন। পাবনা বার্তার অনুসন্ধানেও সেই বিষয়টি উঠে আসে। এর পরবর্তীতে তাকে খুলনার ধানসাগর নৌ পুলিশ ফাঁড়িতে বদলি করা হয়।

অবিলম্বে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পাবনাবাসি

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট