রাজধানীর কামরাঙ্গীরচরের রসুলবাগ এলাকায় পারিবারিক কলহের জেরে জানালা দিয়ে লাফিয়ে পড়ে ইমাম হোসেন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইমাম হোসেন কামরাঙ্গীরচরের রসুলপুর এলাকার একটি ছয়তলা ভবনের ভাড়াবাসায় বসবাস করতেন। তার বাড়ি ভোলা জেলার চরফ্যাশন থানায়।
ইমামের বাবা তাজউদ্দীন বলেন, আমার ছেলে ফার্নিচারের ব্যবসা করত। পারিবারিক কলহের জেরে রাত আনুমানিক দুইটার দিকে বাসার ছয়তলার জানালা দিয়ে লাফিয়ে পড়ে। পরে তার স্ত্রীর চিৎকার শুনে আমরা নিচে গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।