রাজধানীর কামরাঙ্গীরচরের ব্যাটারি ঘাট এলাকার একটি ডাস্টবিনের পাশ থেকে মো. সাব্বির (২০) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২০ আগস্ট) লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, নিহত সাব্বির একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি কামরাঙ্গীরচরের হুজুরপাড়া এলাকার খালেক মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক খান। তিনি জানান, খবর পেয়ে ডাস্টবিনের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।
এসআই জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাব্বিরকে হত্যা করা হয়েছে। তবে অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে কিনা তা ময়নাতদন্ত শেষে জানা যাবে।