1. talukdermdsohel27@gmail.com : Md Sohel : Md Sohel
  2. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  3. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন

কালকিনিতে ২ গ্রুপের সংঘর্ষে কয়েকশ’ হাতবোমা নিক্ষেপ, ইউপি সদস্যের মৃত্যু

প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য নিয়ে দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। এসময় কয়েকশ’ হাতবোমা নিক্ষেপ করা হয়। সংঘর্ষে এক ইউপি সদস্য নিহত হয়েছে ও অন্তত ১০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার বাঁশবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

এলাকা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ি এলাকার ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আক্তার শিকদারের সঙ্গে একই এলাকার প্রতিপক্ষের লোকজনের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে গভীর রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েক শত হাতবোমা নিক্ষেপ করা হয়। এসময় ইউপি সদস্য মোঃ আক্তার শিকদার (৪৮) নিহত হয়েছে। এসময় আহত হয়েছে কমপক্ষে ১০ জন। আহতদের উদ্ধার করে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে কালকিনি থানার এসআই সুশীল বলেন, আক্তার শিকদার নামে একজন ইউপি সদস্য নিহত হয়েছে। এলাকায় পুলিশ ও সেনাবাহিনী রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট