1. info@www.tarangotv.com : TV :
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন

কালিয়াকৈরে ছয়লক্ষ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার লুট

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর)
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৪ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলায় নগদ ছয়লক্ষ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে।

 

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চাপাইর ইউনিয়নের বড়গোবিন্দপুর টিকরা চালা এলাকার করিম সরকারের বাড়িতে ওই লুটের ঘটনা ঘটেছে।

 

পরিবার, স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় , করিম সরকারের বসত বাড়ি থেকে নগদ ছয় লক্ষ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার এর লুটের ঘটনা ঘটেছে। বাড়িতে কোন পুরুষ মানুষ না থাকায় রাত ৯ টাই প্রতিদিনের ন্যায় রাতে খাবার খেয়ে করিম সরকারের স্ত্রী রোজিনা আক্তার, ছেলের বৌ সিথি আক্তার ও তার বোন নূরজাহান ঘুমিয়ে পড়েন। সকালে তারা ঘুম থেকে সজাগ হয়ে দেখে তাদের দরজা খোলা এবং তারা তিনজনেই অসুস্থ । ঘরের আসবাবপত্র এ্যালোমেলো এবং দৌচালা মাঁচায় রাখা টিনের মুড়ির জের এ রাখা ছয়লক্ষ টাকা ও তিন ভরি স্বর্ণ অলংকার লুট হয়েছে। ধারণা করা হয়েছে, ঘরের ভিতরের পশ্চিম পাশের দরজা বাহির থেকে খোলা যায় এবং দুর্বৃত্তরা ঘরের ভিতরে থাকা লোকজনের মুখ মন্ডলে চেতনাশক ঔষধ স্পে করে অজ্ঞান করে এই নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে পালিয়ে যায়।

 

কালিয়াকৈর থানার উপপরিদর্শক( এস আই) খায়রুল ইসলাম জানান, ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট