1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন

কালিয়াকৈরে দোকানে মালামাল ও নগদ টাকা চুরি

প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈরের কলেজ রোড এলাকায়, সায়মন অটো পার্টস নামক একটি দোকানের পার্টিশন কেটে,নগদ টাকা,অটো রিক্সার বিভিন্ন মালামাল সহ-স্বাক্ষরকৃত ব্রাক ব্যাংকের চেক চুরি হয়েছে বলে জানা গেছে। দোকানটিতে অটোরিকশা সকল প্রকার পার্টস পাইকারি খুচড়া বিক্রয় করা হয়।

 

দোকান মালিক মোঃ সাইফুল ইসলাম বলেন,গত রাত্রি ৮ ঘটিকায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই, আজ সকালে দোকান খুলে দেখি দোকানের পার্টিশন কাটা, এবং দোকানের সমস্ত মালামাল এলোমেলো, দামী মালামাল গুলো নেই, আমি দ্রুত ক্যাশ খুলে দেখি, আমার সিগনেচার করা ব্র্যাক ব্যাংকের চেক বই নেই,ক্যাস বাক্সে থাকা টাকা পয়সা নেই।

 

তৎক্ষণাৎ ভাড়াটিয়া মো:মেসের আলীকে ফোন দিলে ফোন রিসিভ না করায় তার সাথে যোগাযোগ করলে তিনি কোন সতত্বর দিতে পারেননি।

 

প্রত্যক্ষদর্শী মোঃ মোকদম আলী মন্ডল জানান সাইফুল দোকান খুলে আমাদের দোকান চুরির ঘটনা জানালে আমরা তা প্রত্যক্ষ করেছি।

 

এই ধরনের চুরির তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন।এ বিষয়ে কালিয়াকৈর থানায় একটা অভিযোগ দায়ের করেন দোকান মালিক সাইফুল ইসলাম।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট