1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন

কাশিমপুরে পুলিশ পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগে মামলা

প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ বার পড়া হয়েছে

গাজীপুরের কাশিমপুর এলাকায় এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। আহত পুলিশ সদস্য মুরাদ হোসেনকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১০ দিনের অতিরিক্ত ছুটিতে মুরাদ বাড়িতে আসেন। আহতের বাবা আলকাছ জানান, কয়েকদিন আগে তার ছেলে অতিরিক্ত ছুটিতে বাড়িতে আসে। রোববার বেলা ১১ টার দিকে বাসা থেকে বের হয়ে মোটরসাইকেলে চড়ে জিরানী বাজারে একটি প্রাইভেট হাসপাতালে তার স্ত্রীর জন্য ডাক্তারি সার্টিফিকেট আনতে যায়।

এ সময় পূর্ব শত্রুতার জেরে আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া আশুলিয়ার কলতাসূতি এলাকার ওসমান গনি সাগর, আমান উল্লাহ, আওলাদ হোসেন, শওকত হোসেন, সাদ্দাম

হোসেন, সুমন, ইব্রাহিম, হালিম বেপারী, পলাশ এবং রাকিবসহ অজ্ঞাতনামা ৫-৬ জন তাকে লোহার রড, হকিস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়।

প্রথমে তাকে স্থানীয় ওই হাসপাতালেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কাশিমপুর  থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে কাশিমপুর থানায় একটি মামলা করা হয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট