1. tv@tarangotv.com : তরঙ্গ টিভি : তরঙ্গ টিভি
  2. info@www.tarangotv.com : তরঙ্গ টিভি :
সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১০:০৭ অপরাহ্ন

কিশোরগঞ্জে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে পুকুরের গোসল করতে নেমে পানিতে ডুবে মো. মাহির (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার জেলা শহরের রেলস্টেশন পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মাহির কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরকাওনা গ্রামের মোফাজ্জল হোসেন কচির ছেলে। সে কুরআনের হাফেজ ছিল।

মোফাজ্জল হোসেন সেনাবাহিনীতে চাকরি করেন। তার দুই ছেলে জেলা শহরে পড়াশোনা করে। এ সুবাদে তার পরিবার জেলা শহরের পুরান থানা এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছে। মাহির কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন।

জানা গেছে, শুক্রবার দুপুরে হাফেজ মাহি ও তার প্রায় ১০-১২ জন বন্ধু বৃষ্টিতে পুকুরে ফুটবল নিয়ে খেলতেছিল। হঠাৎ মাহির পানিতে ডুবে যায়। সহপাঠীরা মাহিরকে খুঁজে না পেয়ে আশপাশের লোকজনকে জানায়। পরে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসকে বিষয়টি জানালে ডুবুরি দল ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহত ছাত্রের সুরতহাল সম্পন্ন হয়েছে। লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার হানিফ মিয়া জানিয়েছেন, ৯৯৯ থেকে খবর পেয়ে তাদের ডুবুরি দল পুকুরে তল্লাশি চালায়। তিন ঘণ্টার চেষ্টায় ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© তরঙ্গ টিভি
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট